কমল মজুমদার, জঙ্গিপুর: পরিবারের গাফিলতিতে চার দেওয়ালের ভিতর একটা ভাঙা খাটে ৪ বছর পড়ে ছিলেন তালাবন্ধ অবস্থায়। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে রবিবার সেবিনা নামের বছর চল্লিশের ওই মহিলাকে সাগরদিঘি থানার ওসি সুমিত বিশ্বাসের সহযোগিতায় উদ্ধার করেন সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা। ট্রাস্ট সম্পাদক সঞ্জীব দাস জানান, আমরা ওখানে গিয়ে দেখি মাটির তৈরি চার দেওয়ালের মাঝে ভাঙা খাটে তালাবন্ধ ঘরে পড়ে আছেন উনি। এমনকী সূর্যের আলোও ঘরে ঢোকে না।
আরও পড়ুন-বন্ধু ওয়ার্নকে আজ কৃতজ্ঞতা জানাবে গল
চারদিকে মলমূত্র ছড়িয়ে ছিল। শুধুমাত্র খাবার দেওয়ার সময় দরজা খোলা হত। বেশ কয়েক বছর এভাবে পড়ে থাকায় শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, এমনকী সারা শরীরে ঘায়ে ক্ষত হয়ে যায় তাঁর। উদ্ধারের পর মহিলাকে স্নান করিয়ে, নতুন জামাকাপড় পরিয়ে হাতে খাবার তুলে দেওয়া হয়। পরিষ্কার ঘরে রাখার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। ওসি সুমিত বিশ্বাস বলেন, পরিবারকে বলা হয়েছে ওঁকে তালাবন্ধ না রেখে যেন সবসময় নজর রাখা হয়। মহিলার দাদাকে বলা হয়েছে প্রতিদিন ওঁর শরীরের খোঁজ নিতে আসবেন সাগরদিঘি থানার সিভিক ভলান্টিয়াররা।