সাতসকালে গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

Must read

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক আরোহী দুষ্কৃতী গুলি চালিয়েছিল স্থানীয় ওই মহিলার উপর। ঘটনায় তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।

সোমবার ভোর ৬.২০টা নাগাদ হরিদেবপুরের বাসিন্দা মৌসুমী হালদার নাবালিয়া পাড়া এলাকায় প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন। সেই সময় একটি বাইকে করে এক দুষ্কৃতী ঘটনাস্থলে এসে পরপর কয়েকটি গুলি চালায়। তার মধ্যে একটি গুলি মহিলার পিঠে লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন।

আরও পড়ুন-সার (SIR) সার (SIR) করছেন, ‘সার’-এর সারাংশ জানা আছে তো!

গুলি চলার ঘটনার সময় এলাকায় কিছু কাগজ কুড়ানি ছিলেন। তাঁরাই দ্রুত এসে মহিলাকে উদ্ধার করার চেষ্টা করেন। সেই সময় রাস্তায় থাকা স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন। বেশ কিছুক্ষণ পর মহিলার ছেলে ঘটনাস্থলে এসে তাঁকে একটি গাড়ি করে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীকালে মহিলার অবস্থা আরও খারাপ হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এভাবে গুলি চলার ঘটনা সাধারণ পাড়ার মধ্যে অত্যন্ত আতঙ্কের। প্রতিদিন সকালে ওই এলাকায় প্রাতঃভ্রমণকারীরা বেরোন। সেইসঙ্গে ওই রাস্তাতে স্কুলের গাড়ি ধরার জন্য অপেক্ষা করে স্কুল পড়ুয়ারা। স্বাভাবিকভাবেই অভিভাবকরা এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কে। ঘটনায় দুষ্কৃতীদের খোঁজ চালানোর পাশাপাশি গুলি চালানোর কারণ খুঁজছে পুলিশ।

Latest article