মোদিরাজ্যে অনার কিলিং, বাবা ও কাকা মিলে খুন করল তরুণীকে

Must read

প্রতিবেদন: লজ্জা! মোদিরাজ্যেই অনার কিলিং। এক তরুণীর প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে তাঁকে শ্বাসরোধ করে খুন করল তাঁর বাবা ও কাকা। ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) বানাসকাঁঠা জেলায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁকে খুন করা হতে পারে এই আশঙ্কা করে প্রেমিককে মেসেজও করেছিলেন ওই তরুণী। কিন্তু শেষরক্ষা হয়নি। পরের দিনই নিজের বাড়িতে পাওয়া যায় ১৮ বছরের তরুণী চন্দ্রিকা চৌধুরীর দেহ। প্রথমে এটিকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা হলেও পরে তদন্তকারীরা জানতে পারেন, এটি আসলে পরিবারের সম্মানরক্ষার্থে খুন। তদন্ত রিপোর্ট বলছে, হরিশ চৌধুরী নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ওই তরুণীর। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেনি দাঁতিয়া এলাকার তরুণীর পরিবার। বিয়েরও পরিকল্পনা করেছিলেন দু’জনে। কিন্তু বাদ সেধেছিল বাবা ও কাকা। মেসেজে চন্দ্রিকা তাঁর প্রেমিককে শেষ বার্তা পাঠিয়েছিলেন, বাঁচাও, বাড়ির লোকেরা মেরে ফেলবে আমাকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারলেন না প্রেমিক। বিয়ে করবেন বলে দু’জনে বাড়ি থেকে পালিয়েও পার পেলেন না। পুলিশ চন্দ্রিকাকে খুঁজে ফিরিয়ে দিয়েছিল বাড়িতে। এই নিয়ে প্রেমিক হরিশ মামলাও করেছিলেন আদালতে। কিন্তু শুনানির আগেই উদ্ধার হল চন্দ্রিকার দেহ। কাউকে কিছু না জানিয়েই গোপনে শেষকৃত্য করা হল চন্দ্রিকার। পুলিশ তাঁর কাকা-সহ দু’জনকে গ্রেফতার করলেও, ফেরার তরুণী বাবা।

আরও পড়ুন-ভারত-বিরোধী বাগাড়ম্বর বন্ধ করুন, মুনিরের হুমকির কড়া জবাব বিদেশ মন্ত্রকের

Latest article