ধর্ষণের প্রতিবাদ মঞ্চে ছিঁড়ল মহিলার পোশাক, প্রশ্নের মুখে বিজেপি, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

প্রাক্তন দুই কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখী ও সত্যপাল সিংয়ের নেতৃত্বে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সোমবার বিকেলে কলেজে যান।

Must read

কসবায় (Kasba) ছাত্রী-ধর্ষণের ঘটনায় বিজেপির (BJP) ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সফরের সময়ে রাত দখল মঞ্চের সদস্যদের সঙ্গে বিজেপির হাতাহাতি নিয়ে উত্তেজনা তুঙ্গে। ভিড়ের মধ্যেই এক মহিলার জামা ছিঁড়ে যাওয়ার অভিযোগ উঠেছে এদিনের ঘটনায়। এই ঘটনা নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন দুই কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখী ও সত্যপাল সিংয়ের নেতৃত্বে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সোমবার বিকেলে কলেজে যান। এদিন সেখানে বিজেপির কিছু কর্মী-সমর্থকও জড়ো হয়েছিলেন।

আরও পড়ুন-বিরাট বিস্ফোরণ শিবকাশীর বাজি কারখানায়, মৃত ৫, জখম বহু

সেখানে সেই সময়ে রাত দখল মঞ্চের সদস্যরা ধর্ষণের প্রতিবাদে পথসভা করছিল। মীনাক্ষী, সত্যপাল, বিপ্লব দেব–সহ ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা কলেজে ঢোকার পরে রাত দখ‍ল মঞ্চের সদস্যদের সঙ্গে বিজেপির কর্মীদের বচসা শুরু হয় এবং তার ফলে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির ফলে রাত দখল মঞ্চের এক সদস্যার জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। ওই মঞ্চের সদস্য এক মহিলা জানান ধর্ষণের প্রতিবাদে পথসভা করছিলেন তারা। হঠাৎ করেই ঝান্ডা নিয়ে বিজেপির লোকেরা হামলা চালায়। এটাই বিজেপির স্বরূপ বলেও সাফ জানান তিনি।

আরও পড়ুন-কসবাকাণ্ডে নির্যাতিতার পরিচয় ফাঁস করলে আইনি ব্যবস্থা, সতর্কবার্তা কলকাতা পুলিশের

বিলকিস বানো, আসিফা নিয়ে প্রশ্ন করায় বিজেপির লোকজন এসে জামা ছিঁড়ে দেয় বলেও জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে এক মহিলার সঙ্গে এহেন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘নারী সুরক্ষা’ বিজেপির কাছে দিনে দিনে প্রহসনে পরিণত হয়েছে। তাইতো প্রসঙ্গক্রমে বিজেপির কাছে বিলকিস বানো ও আসিফাকে নিয়ে প্রশ্ন তোলার শাস্তিস্বরূপ, বিজেপি কর্মীরা ছাত্রীদের হেনস্তা করে, এমনকি তাঁদের জামা পর্যন্ত ছিঁড়ে ফেলে।
নির্যাতিতাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার এই নমুনা মাননীয় মোদীজি?
বিজেপির তথাকথিত “ফ্যাক্ট-ফাইন্ডিং” টিমের কি তাদের দলের এই সকল বিকৃত মানসিকতার কাজগুলি চোখে পরে না? নাকি তারা কেবল বিজেপির অঙ্গুলি হেলনেই নাচতে ব্যস্ত?”

Latest article