ফের নজরে যোগীরাজ্য! এবার উত্তরপ্রদেশের (UttarPradesh) হাপুড়ের বাহাদুরগড় থানার লাহাদ্রা গ্রামে একটি ইটভাটার কাছে উদ্ধার হল আধপোড়া অবস্থায় এক মহিলার অর্ধনগ্ন দেহ। সেখানে এক আখখেতের মধ্য থেকে উদ্ধার হয়েছে দেহ। প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশের অনুমান ধর্ষণ ও খুন করে দেহ লোপাট করতেই আগুন লাগানো হয়। মহিলার বয়স অনুমানিক ৩০। মহিলার পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন-”আমি মনে করি এটা অপরাধ,মার্ডার অফ ডেমোক্রেসি’’, আইপ্যাক দফতরে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার সকালে দেহটি দেখতে পান স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা করে। মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু আধিকারিকদের তরফে জানানো হয়েছে, মহিলার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মহিলার মুখ এমনভাবে পোড়ানো হয়েছে যে দেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে পুলিশের অনুমান, অন্য কোথাও ধর্ষণ-খুন করে পরে এখানে দেহ ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা।

