ফালাকাটায় মহিলার গলাকাটা মৃতদেহ

উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য আবদুর রহিম জানান, ওই মহিলা মেয়েকে নিয়ে থাকতেন। দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

Must read

সংবাদদাতা, ডালখোলা: এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর (South Dinajpur) জেলার ডালখোলায়। বাড়ি থেকে কিছুটা দূরেই গলার নলি কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। ডালখোলা থানার বিশাল পুলিশ বাহিনী মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার বাড়ি স্থানীয় পালসা এলাকায়। শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। শনিবার সকালে কাঁকরমনি এলাকা থেকে ওঁর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন-এআই নজরদারি মহানগরে নিরাপত্তায় উদ্যোগ পুলিশের

মৃতার একটি সন্তান রয়েছে। কী কারণে খুন জানা যায়নি।স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ করার পরে খুন করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য আবদুর রহিম জানান, ওই মহিলা মেয়েকে নিয়ে থাকতেন। দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

Latest article