সংবাদদাতা, জলপাইগুড়ি : বয়স ৬০। নাম রমণী সরকার, বাড়ি সাকোয়া ঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। বানারহাট ব্লকের এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। আলাদা বানারহাট ব্লক হবার পর প্রথম বার পঞ্চায়েত ভোট হচ্ছে। এর আগে ধূপগুড়ি ব্লকের অধীনে ছিল এই গ্রাম পঞ্চায়েত। বিগত পাঁচ বছর এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। এলাকার মানুষদের অভিযোগ, এই পাঁচ বছরে এলাকার কোনও উন্নয়নই করেনি বিজেপি। সেই কারণে এলাকার মানুষের সমর্থনে তিনি এবার প্রার্থী হয়েছেন। দলও তাঁকে প্রার্থী করেছে।
আরও পড়ুন-৫৩তে পা দিলেন রাহুল গান্ধী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
তাঁর বিরুদ্ধে বিজেপি এবং সিপিএম প্রার্থী দিয়েছে। প্রার্থী রমণী সরকার জানান, বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছেন কিন্তু এলাকার চিত্র পালটায়নি। এলাকার মানুষের সুবিধার জন্য এবং এলাকার উন্নয়নের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে রাজনীতিতে এলেন তিনি। এত বয়সে শুধুমাত্র এলাকার উন্নয়নের খাতিরে এই প্রথম রাজনীতিতে প্রবেশ তাঁর৷ ১৪/২১৭ বুথের তৃণমূল প্রার্থী তিনি। তিনি প্রার্থী হওয়ায় এলাকার মানুষও আশাবাদী যে তিনি জয়ী হয়ে উন্নয়ন করবেন। এই বুথের বাসিন্দা স্বপ্না সরকার বলেন, রমণীদি সবসময় আমদের পাশে থাকেন। এবার প্রার্থী হয়েছেন। এলাকাবাসীরা তাঁর হয়ে প্রচারে যাব।