নয়াদিল্লি : কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে থাকা দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) এবং ইন্ডিয়ান উইমেন প্রেস কর্পসকে (আইডব্লুপিসি) তাদের বরাদ্দকৃত বাংলোগুলি খালি করার জন্য নোটিশ পাঠাল৷ ৪ মে এফসিসিকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার জন্য এবি-১৯, মথুরা রোড, নয়াদিল্লির বাংলোটি বরাদ্দের অনুমোদনের মেয়াদ ৩১ জুলাই শেষ হচ্ছে। সে কারণে আপনাদের ৩১ জুলাই-এর আগে পূর্বোক্ত বাড়িটি খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের প্রেসিডেন্টের কাছে পাঠানো নোটিশের প্রতিলিপি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন-কমেছে গর্ভধারণের হার, জানাল কেন্দ্র
তবে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের প্রেসিডেন্ট মণীশ গুপ্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত এমন কোনও চিঠি তাঁরা পাননি। বাংলো নম্বর ৫, উইন্ডসর প্লেস সম্পর্কে আইডব্লুপিসিকে একই নোটিশ দেওয়া হয়েছে। আইডব্লুপিসির প্রেসিডেন্ট শোভনা জৈন বলেছেন, সরকার তিন মাসের জন্য ইজারা পুনর্নবীকরণে নীতিগত অনুমোদন দিয়েছে। আমরা অনুরোধ করব তিন মাস নয়, দীর্ঘ সময়ের জন্য ইজারা পুনর্নবীকরণ করা হোক। গত ২৫ বছর ধরে আমরা এই বাংলো ব্যবহার করে আসছি। শোভনা আরও বলেন, সরকার আপাতত তিন মাসের জন্য আমাদের বাংলোর লিজ পুনর্নবীকরণ করছে। আমরা আশাবাদী চলতি বছরেও সরকার দীর্ঘ সময়ের জন্য আমাদের বাংলোর লিজের মেয়াদ পুনর্নবীকরণ করবে।