মুখ ফেরাচ্ছেন মহিলারা, সিপিএম অস্তিত্ব সংকটে

সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মহিলারা। যতই ছদ্মবেশে মহিলাদের নিয়ে আন্দোলনে ইন্ধন দিক সিপিএম, মহিলাদের ভরসা নেই বাম দলে।

Must read

প্রতিবেদন : সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মহিলারা। যতই ছদ্মবেশে মহিলাদের নিয়ে আন্দোলনে ইন্ধন দিক সিপিএম, মহিলাদের ভরসা নেই বাম দলে। মহিলারা আর সিপিএমমুখো হতে চাইছেন না। সম্প্রতি কলকাতা জেলা সিপিএমের সম্মেলনের খসড়ায় উঠে এসেছে সেই হতাশা। হতাশা ব্যক্ত করে দল জানিয়েছে, মহিলাদের কেন আনতে পারছি না? সিপিএমের মতো দলও কি তবে পুরুষতান্ত্রিক হয়ে উঠছে? কলকাতার মতো জেলায় সিপিএমের মহিলা সদস্য মাত্র ১৩.১ শতাংশ। নতুন সদস্য করতে ব্যর্থ তারা।

আরও পড়ুন-নতুন বছরে নতুন করে

ব্যর্থতা ঢাকার কোনও জায়গা নেই। খসড়াতেও উঠে এসেছে হতাশা। সিপিএম বা বিজেপি নয়, বাংলার মহিলাদের ভরসাস্থল একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মহিলাদের জন্য যেসব প্রকল্প এনেছেন, তাতে মহিলারা বুঝেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই তাঁদের পাশে থাকবে। সিপিএম আরজি কর আন্দোলনে ছদ্মবেশে ঢুকে তৃণমূল সরকারের বিরুদ্ধে কুৎসা করতে নেমেছিল। এই আন্দোলনের মূল চালিকাশক্তি মহিলাদের উসকেছিল। কিন্তু তাতেও কোনও ফল হয়নি। কোনও মহিলাকেই তাদের দলে ভেড়াতে পারেনি। সেখানেও হতাশা ব্যক্ত করে সিপিএম খসড়ায় উল্লেখ করেছে, আন্দোলনের চালিকাশক্তি সেইসব মহিলাদেরও আমরা দলে আনতে পারছি না। দলে আনতে গিয়ে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। এখানেই সাফল্য মুখ্যমন্ত্রীর মহিলাদের জন্য জনমুখী প্রকল্পের।

Latest article