সংবাদদাতা, রায়গঞ্জ : ২৬-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চান মানুষ। এই লক্ষ্যে এখন থেকেই সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে উন্নয়নের বার্তা নিয়ে। এই বার্তা নিয়েই মহাসংঘের মহিলা প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক হল রায়গঞ্জ ব্লক ২ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। রায়গঞ্জ ব্লক-২ মহিলা তৃণমূল নেত্রী মিনা বর্মন দাসের আহ্বানে ও হেমতাবাদ বিধানসভার বিধায়ক তথা শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মনের পৌরোহিত্যে সঙ্ঘ নেত্রীদের সঙ্গে বিশেষ আলোচনা হয় রায়গঞ্জে মন্ত্রীর নিজস্ব কার্যালয়ে।
আরও পড়ুন-মেদিনীপুরের বিভিন্ন বাজার এবার মাতাল ঐতিহ্যবাহী দেওয়ালি পুতুল
দলের রায়গঞ্জ ব্লক ২ সভাপতি দীপঙ্কর বর্মন বলেন, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নারীদের সমাজে মূল স্তরে আনতে বিভিন্ন প্রকল্প এনেছেন। স্বর্ণজয়ন্তী দলের এই প্রত্যন্ত গ্রামের মহিলারা আগে হয়ত কখনও এতটা আত্মবিশ্বাসী হননি। মুখ্যমন্ত্রী সবলা মেলা সহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রত্যন্ত এলাকার মহিলাদের এই আত্মবিশ্বাস দিয়েছেন যে সরকারি এই উদ্যোগে এঁরা নিজের গন্ডি ছাড়িয়ে কলকাতার বুকে নিজের হাতে তৈরি জিনিসের বিপণন নিজেরাই করতে পারছেন। এছাড়াও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আগামী প্রজন্মের মেয়েদেরও আত্মবিশ্বাসী করছে আত্মনির্ভরতায়। তাই এই সংঘের মহিলারা প্রত্যেক গ্রামগঞ্জে নিজেদের এলাকায় তাঁদের সংগ্রাম ও সফল হওয়ার কাহিনী তুলে ধরবেন। কেন্দ্র সব সময় মানুষকে ভুল বোঝাচ্ছে। তাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মহিলাদেরই।