দিনহাটা (Dinhata) পুরসভার তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান হলেন অপর্ণা দে নন্দী। ১৯৭৩ সালে দিনহাটা পুরসভার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কোন মহিলা চেয়ারম্যান হয় নি। দিনহাটাবাসী এই প্রথমবার কোন মহিলা চেয়ারম্যানের পেলেন বলে জানা গিয়েছে পৌরসভার সূত্রে।
আরও পড়ুন-অশনি সংকেত ৪ বছরে সর্বনিম্ন জিডিপি বৃদ্ধি দেশে
মঙ্গলবার দিনহাটা পুরসভার সকল কাউন্সিলরের উপস্থিতিতে বৈঠকে হয়। সেই বৈঠকে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান ঠিক করা হয়। এদিন চেয়ারম্যান গঠনের পর বর্ষীয়ান কাউন্সিলরদের প্রণাম করেন নবনির্বাচিত চেয়ারম্যান অপর্ণা দে নন্দী। এদিন দিনহাটা পুরসভার চেয়ারম্যান হিসাবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের অপর্ণা দে নন্দী জানান,সবার প্রথমে পুরসভার কি কি সমস্যা রয়েছে সেগুলি শুনে সমস্যা মেটাব। মঙ্গলবার তাঁকে সংবর্ধনা দেন মন্ত্রী উদয়ন গুহ।