বিসর্জনের পথে মহিলার মৃত্যু

Must read

প্রতিবেদন : বিসর্জনের পথে দ্বিতীয় মৃত্যু শহরে। শুক্রবার নিরঞ্জনের পথে যাওয়ার সময় শরৎ বসু রোডে প্রতিমার ট্রলি থেকে পড়ে গাড়ির চাকায় পিষে মৃত্যু হল এক মহিলার। বালিগঞ্জ প্লেসের বাসিন্দা মৃত রেনুকা সরকার তাঁর পাড়ারই ক্লাবের প্রতিমার ট্রলিতে বসেছিলেন। কোনওভাবে সকলের অজ্ঞাতে তিনি ট্রলি থেকে পড়ে যান। তারপর চাকার তলায় পিষ্ট হলে তাঁকে দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। গত ২ দিনে বিসর্জনের পথে এই নিয়ে দ্বিতীয় মৃত্যু শহরে। এর আগে বৃহস্পতিবার আলিপুর চিড়িয়াখানার কাছে হাইটবারে মাথায় ধাক্কা লেগে মৃত্যু হয় বেহালার এক তরুণ সঙ্গীতশিল্পীর।

আরও পড়ুন-দূষণ রুখতে তৎপর পুরসভা, ইছামতীতে শুরু সাফাইয়ের কাজ

Latest article