জেলার ৩ হাজার মাছচাষিকে চারা বিলি করবে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ৩১ কোটি টাকার মাছের চারা বিলির দায়িত্ব দিল রাজ্য সরকার। এই প্রথম এই দায়িত্ব পেলেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।

Must read

প্রতিবেদন : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ৩১ কোটি টাকার মাছের চারা বিলির দায়িত্ব দিল রাজ্য সরকার। এই প্রথম এই দায়িত্ব পেলেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এতদিন মৎস্য দফতরের মাধ্যমে সরাসরি মৎস্যচাষিদের সরবরাহ করা হত মাছের চারা। এবার সেই চারা বিলি করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়তি আয় করতে পারবেন। রাজ্যের ২১টি জেলার ৬১ হাজার ৭৫০ মৎস্যচাষিকে বিনামূল্যে রুই-কাতলা-মৃগেলের চারা দেওয়া হবে। গত শুক্রবারই জেলায় জেলায় দফতরের তরফে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন-‘সুদখোর, জঙ্গিনেতা ইউনুস দেশকে ধ্বংস করছেন, নারী সুরক্ষা বিপন্ন’

বাঁকুড়ার জেলা গ্রামোন্নয়ন শাখার এক কর্তার কথায়, এবারই প্রথম স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে জেলার ৩ হাজার মৎস্যচাষিকে মাছের চারা বিলি করা হবে। মৎস্য দফতরের তালিকামতোই বিলি করা হবে এই চারা। জেলার প্রত্যেক মাছচাষি পাবেন এক হাজার পিস মাছের চারা। এর জন্য প্রতিটি ব্লক প্রশাসনকে স্বনির্ভর গোষ্ঠী বাছাই করে দ্রুত ওয়ার্ক অর্ডার দিতে বলা হয়েছে।  সংশ্লিষ্ট দফতর সূত্রে খবর, মহিলাদের স্বনির্ভর করতে নানা উদ্যোগ নিয়েছে জানা গিয়েছে, রাজ্য সরকার। স্বল্প সুদে ব্যাঙ্কঋণের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প রূপায়নে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে যুক্ত করা হয়েছে। এর আগে সহায়ক মূল্যে ধান কেনা থেকে শুরু করে স্কুল ড্রেস তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল-ডাল-সহ অন্যান্য সামগ্রী সরবরাহের দায়িত্ব পেয়েছে তারা। এবার তার সঙ্গে এই প্রথম যোগ হল মাছের চারা বিলির দায়িত্ব। মাঝখানের লভ্যাংশ পাবেন তাঁরাই।

Latest article