সংবাদদাতা, বালুরঘাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল কংগ্রেসে আসছেন মহিলারা। তাই মুখ্যমন্ত্রীর দক্ষিণ দিনাজপুর জেলা সফরের আগে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের হাত আরও জোরালো হবে। আরএসপি, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ১৪৩২ জন মহিলা। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দীপখণ্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার দাড়ালহাটে চলে এই যোগদান পর্ব। এদিন যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল বসাক, দক্ষিণ দিনাজপুর তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। যোগদানকারী মহিলাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা অধিকাংশ সরকারি প্রকল্পে মহিলাদের গুরুত্ব দেওয়া হয়েছে যে কারণে তাঁরা অনুপ্রাণিত। তাঁদের এও বক্তব্য রাজনীতিতেও মহিলাদের সবসময় প্রাধান্য দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : আবারও দেশের সেরা বাংলা
অপরদিকে গত বিধানসভা নির্বাচনে তপন বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করলেও সম্প্রতি তপন বিধানসভা কেন্দ্রে ক্রমাগত তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তিবৃদ্ধি আগামী নির্বাচনগুলিতে বিজেপিকে যথেষ্ট বেগ দিবে বলে মনে করছে জেলার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী বলেন, এদিনের এই যোগদানের ফলে নিশ্চিতভাবে তৃণমূলের শক্তিবৃদ্ধি হল। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বীকৃতি দিয়েছেন। তাঁরাও আস্থা রাখছেন। এই যোগদান তারই প্রমাণ।’