মাদ্রাসায় মেয়েদের ম্যাজিক

মাধ্যমিকের পর মাদ্রাসার ফলাফলেও কন্যাশ্রীর দাপট। হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষাতেও ছেলেদের থেকে অনেকাংশেই এগিয়ে মেয়েরা

Must read

প্রতিবেদন : মাধ্যমিকের পর মাদ্রাসার ফলাফলেও কন্যাশ্রীর দাপট। হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষাতেও ছেলেদের থেকে অনেকাংশেই এগিয়ে মেয়েরা। পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় শনিবার মাদ্রাসা শিক্ষা পর্ষদ হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষার ফলাফল ঘোষণা করল। পাশের হার ৯০.৩২ শতাংশ। এবারের পরীক্ষায় যেমন ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি ছিল, তেমনই পাশের হারেও সেই দাপট লক্ষ্য করা গিয়েছে। হাই মাদ্রাসার ফলাফলে প্রথম দশের মেধাতালিকায় ১৫ জনের নাম রয়েছে। তার মধ্যে ১২ জন ছাত্রী। কৃতীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন-দিনের কবিতা

হাই মাদ্রাসার মেধাতালিকায় জয়জয়কার মালদহের। যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে ফাহমিদা ইয়াসমিন এবং শাহিদা পারভিন। তাদের প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় স্থানে মালদহ চাঁচলের শামসুন নেহার (৭৭৬)। আলিফ নুর খাতুন ৭৭২ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (৯৭.৫৪ শতাংশ), দ্বিতীয় আলিপুরদুয়ার (৯৫.৬৩ শতাংশ) এবং তৃতীয় উত্তর ২৪ পরগনা (৯৫.২১ শতাংশ)। এবছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ৭৩ জন। এদের মধ্যে ১৫ হাজার ৪২০ জন ছাত্র ও ২৮ হাজার ৬৫৩ জন ছাত্রী ছিল। মোট পাশ করেছে ৩৯ হাজার ৮০৬ জন। তার মধ্যে ১৩ হাজার ৯৭৫ জন ছাত্র এবং ২৫ হাজার ৮৩১ জন ছাত্রী কৃতকার্য হয়েছে। এদিন ফলপ্রকাশের সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন বলেন, চলতি বছর থেকে চালু হচ্ছে তৎকাল স্ক্রুটিনি এবং রিভিউ পদ্ধতি। আজ থেকে আগামী সাতদিনের মধ্যে তৎকালের জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। যার ফলাফল ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

Latest article