মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে চলেছে সুডা। নানারকম প্রশিক্ষণ দিয়ে পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য নানারকম হাতের কাজ যেমন ব্যাগ, পুতুল, মাটির কাজ, ঘর সাজানোর জিনিসপত্র, জ্যাম, জেলি এমনকী এখন তো সুইগি জোমাটোতে অর্ডার করে তাঁদের ঘরোয়া রান্নার স্বাদ সবার কাছে পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে। ‘স্বয়ংসিদ্ধা’ কর্মকাণ্ডের অধীনে ৭১ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে।
আরও পড়ুন-জল কতটা খাচ্ছেন, হৃদরোগকে দূরে রাখতে জানুন কি করবেন
কখনও পুজোর আগে তাঁদের হাতের কাজ বিক্রির ব্যবস্থা, কখনও মেলার মাধ্যমে সহযোগিতা করা, সারা বছর এই ব্যবস্থা পাশে থাকে। এবার এদের কোনও পাকাপাকি বিপণন কেন্দ্র গড়ে উঠল নিউ বারাকপুর পুরসভার চত্বরেই। সূচনা করলেন নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সুডার অধিকর্তা সুপ্রিয় ঘোষাল, সুডার অতিরিক্ত অধিকর্তা শাওন সেন।