প্রতিবেদন : মঙ্গলবার ফের জেলা সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বসিরহাট-যাদবপুর-ডায়মন্ড হারবারের নেতৃত্বকে নিয়ে বৈঠক সারেন তিনি। পুজোর আগে শেষ বৈঠক। অন্যান্য দিনের মতোই এদিনও জেলা নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন।
আরও পড়ুন-দিনের কবিতা
সেই সঙ্গে সরকারের উন্নয়নমূলক প্রচারেও জোর দিতে বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। আলোচনা হয় জেলার টাউন ব্লক সভাপতি পরিবর্তন ও পরিমার্জন নিয়েও। বিজেপির চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে আরও প্রচার ও মানুষের কাছে যাওয়ার বার্তা দেওয়া হয়। সেইসঙ্গে দুই সাংগঠনিক জেলা নেতৃত্বকেই অভিষেক মহিলাদের আরও বেশি করে সামনের সারিতে আনতে বলেছেন।