মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বাংলার নারীশক্তি জোরকদমে এগিয়ে চলেছে উত্তরণের পথে। রাজ্যের সিংহভাগ ক্ষুদ্রশিল্পের চালিকাশক্তি মহিলারাই। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, বাংলায় ৬২ শতাংশ ক্ষুদ্রশিল্পের মালিকানা রয়েছে মহিলাদের হাতে। তাঁরাই রাজ্যের অর্থনীতিতে বাংলার লক্ষ্মীলাভ ঘটাচ্ছে। বাংলার ক্ষুদ্রশিল্পে মহিলাদের এই অন্তর্ভুক্তি দেশের গড়ের তুলনায় ১২ শতাংশ বেশি।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে কেন্দ্রের রিপোর্টে দেখা যাচ্ছে বাংলার প্রায় ৩০ লক্ষ ক্ষুদ্রশিল্পের মালিক মহিলারা। যা দেশের আর অন্য কোনও রাজ্যে নেই। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে নারীশক্তির ক্ষমতায়নে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, এই তথ্যই তার প্রমাণ।
আরও পড়ুন-রাজ্যসভায় ঋতব্রত, মাতৃভাষায় নিলেন শপথ
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে মহিলা স্বনির্ভর বা নারী ক্ষমতায়নের কথা বললেও সেটা যে ফোঁপরা ঢেঁকি তা বারবার প্রমাণিত হচ্ছে। মোদিরাজ্য থেকে শুরু করে যোগীরাজ্য বা বিজেপির অন্যান্য পোস্টার-বয়দের রাজ্যও এই পরিসংখ্যানে বাংলার ধারেকাছে নেই। ডাবল ইঞ্জিন রাজ্যগুলি ব্যর্থ মহিলাদের চালিকাশক্তিতে রূপান্তরিত করতে।
বাংলার শিল্প তথা নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা এই নিয়ে বলেন মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের জন্য যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছেন। নানান প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করে স্বনির্ভর করে তুলেছেন বাংলার লক্ষ্মীদের। তার ফলে আর্থসামাজিক ক্ষেত্রেও এসেছে বিরাট পরিবর্তন। ক্ষুদ্রশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও সম্প্রতি রাজ্যের বিভিন্ন সিনার্জিতে অংশ নিয়ে বলেন, মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভরতায় যেসব উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন, তা অন্য রাজ্য ভাবতেও পারেনি। তাই আমরা আজ অগ্রগণ্য।
আরও পড়ুন-সংসদে তৃণমূল ৩৮, বিজেপি ১৩, নারীশক্তি নিয়ে মোদির ভণ্ডামি, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নজির বাংলার
কেন্দ্রের পোর্টালে রেজিস্ট্রেশন হওয়া ক্ষুদ্র শিল্পের সংস্থার সংখ্যার উপর ভিত্তি করেই কেন্দ্র এই রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টেই স্পষ্ট সারা দেশে ২ কোটি ২০ লক্ষ ক্ষুদ্রশিল্পের নিয়ন্ত্রণ রয়েছে মহিলাদের হাতে। সবার উপরে রয়েছে বাংলার নাম। সম্প্রতি নবান্ন সভাঘরে ষোড়শ অর্থ কমিশনের বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের মহিলারা প্রশংসিত হন তাঁদের উদ্যোগের জন্য।