সংবাদদাতা, ক্যানিং : ক্যানিংয়ের মাতলা নদীর পরিত্যক্ত চরে রোপণ করা হচ্ছে ২ লাখ ম্যানগ্রোভ। এই কাজে এগিয়ে এলেন ঝড়খালির মহিলারা। মাতলা অঞ্চলের ২০০ মহিলা বিনা পারিশ্রমিকে রোপণ করলেন বিভিন্ন প্রজাতির ১০ হাজার ম্যানগ্রোভের বীজ। সুন্দরবনের গরান, হেতাল, কেওড়া, সুন্দরি, ধুন্দল, খলসি, তরা-সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার বীজ রোপণ করে ‘ম্যানগ্রোভ প্রমীলা বাহিনী’। মাতলা অঞ্চলের প্রায় ২০০ জন মহিলা ম্যানগ্রোভকে ভালবেসে ক্যানিং মাতলা নদীর চরে ম্যানগ্রোভ বীজ রোপণের কাজে এগিয়ে এসেছেন। এই কাজের জন্য তাঁরা কোনও মজুরি নিচ্ছেন না। বাড়ির কাজকর্ম সেরে অবসর সময়ে এই সমস্ত মহিলা এগিয়ে এসেছেন সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এবং ভূমিক্ষয় রোধে। এছাড়া মাতলা অঞ্চলে বিভিন্ন প্রজাতির ৫০ হাজার ফলের গাছের চারার নার্সারি তৈরি করা হবে। আর এই নার্সারি থেকে এই অঞ্চলের পিছিয়ে-পড়া অসহায় পরিবারগুলির কর্মসংস্থান গড়ে উঠবে। ফলে এলাকার সামাজিক ও গ্রামীণ অথনৈতিক উন্নয়ন ঘটবে।