সংবাদদাতদা, কোচবিহার : বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে গর্জে উঠলেন মহিলারা। জবাব দিতে মহিলারা হাতে তুলে নিলেন ঝাঁটা। মঙ্গলবার কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা জুড়ে ঝাঁটা হাতে নিয়ে মিছিলে হাঁটলেন মহিলারা। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধেও একগুচ্ছ ক্ষোভ উগরে দিলেন তাঁরা। প্রতিবাদ মিছিলের নেতৃত্বে দেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শুচিস্মিতা দেব শর্মা।
আরও পড়ুন-কলকাতায় ১০ বছরের মেয়ের শরীরে ছোঁয়াচে ব্যাকটেরিয়া
তিনি বলেন, ভেটাগুড়ি ও মাতালহাটের সাধারণ মানুষ বিজেপির সন্ত্রাসে অতিষ্ঠ৷ সেই সন্ত্রাসের জবাব দিতেই ঝাড়ু হাতে মাঠে নেমেছে দলের মহিলারা৷ মহিলারাই ঝাড়ু হাতে বিজেপিকে বিদায় দেবে৷ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে জয়ী হলেও বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির কাছের এলাকা ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিস খুলতে বাধা দিচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেস কর্মীদের কখনো মারধর করে কখনও বাড়িতে বোমাবাজি করে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই ভেটাগুড়ি এক ও দুই অঞ্চলের দুটি পার্টি অফিস খুলেছে তৃণমূল কংগ্রেস। নিয়মিত সেই পার্টি অফিসে দলে দলে যাতায়াত করছেন দলের কর্মীরা৷
আরও পড়ুন-ন্যায় সংহিতার জের, দিকে দিকে ট্রাক ও লরি চালকদের অবরোধ, উত্তরপ্রদেশে গুলি চালাল পুলিশ
শনিবার ভেটাগুড়ি চলো এই অভিযানে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাধা দিতে বিজেপি দুবার বোমাবাজি করেছিল বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক জানান, বিজেপি সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে এলাকায়। তাই মহিলারা পথে নেমেছেন বিজেপির সন্ত্রাসের জবাব দিতে৷