বিজেপিকে বাংলাছাড়া করতে মাঠে নামুন মহিলারা : অর্পিতা

মঙ্গলবার মালদহের গাজোলে আলাপচারিতা কর্মসূচিতে এভাবেই মহিলাদের ডাক দিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অর্পিতা ঘোষ।

Must read

সংবাদদাতা, মালদহ: বাংলা থেকে বিজেপিকে হটাবে মহিলারাই। কোমর বেঁধে ময়দানে নামুন সকলে। মঙ্গলবার মালদহের গাজোলে আলাপচারিতা কর্মসূচিতে এভাবেই মহিলাদের ডাক দিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অর্পিতা ঘোষ। তিনি বলেন, মহিলারা হলেন শক্তির প্রতীক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এগিয়ে আসতে হবে তাঁদের।

আরও পড়ুন-৩২১ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিনের রাজনৈতিক সম্মেলনে উপস্থিত নেতৃত্ব সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ও মতামত দেন। বছর পেরলেই বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত করতে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী- সমর্থকদের রাজনৈতিকভাবে ময়দানে নামার আহ্বান জানান রাজ্যের সহ-সভানেত্রী অর্পিতা ঘোষ। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের মধ্যে তুলে ধরতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটাতে প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। জনসংযোগই সংগঠন বৃদ্ধির মূল চাবিকাঠি বলে জানান তিনি। উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, চৈতালি ঘোষ সরকার, মহারানি সাহা, আলপনা সরকার, অনসূয়া দাস প্রমুখ।

Latest article