সংবাদদাতা, বর্ধমান : শনিবার পূর্ব বর্ধমান (Burdwan) জেলা মহিলা তৃণমূলের ডাকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মহিলাদের মিছিল হল। লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রী প্রকল্পকে সামনে রেখে মিছিলে পা মেলান কীর্তি আজাদ, রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু, জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক শম্পা ধাড়া, যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার প্রমুখ।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর আসন্ন সফর নিয়ে উদ্দীপ্ত তৃণমূল
বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত বর্ণাঢ্য এই মহিলা মিছিলে অংশ নিয়ে বাংলার মা-বোনেদের রাজপথে দৃপ্ত পদচারণার পাশাপাশি আওয়াজ উঠল, নারীবিদ্বেষী ও বাংলাবিরোধী বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার। একই সঙ্গে বাংলার মহিলাদের সর্বিক উন্নয়ন ও ক্ষমতায়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে একাধিক প্রকল্প নিয়েছেন সেগুলির ধারাবাহিকতা রক্ষায় মা-মাটি-মানুষের সরকারের ভিত আরও মজবুত করার আহ্বান ওঠে। জেলা মহিলা তৃণমূল সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত জানান, বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং বাংলার অধিকার মিছিলে মহিলাদের অংশগ্রহণই বিজেপির পরাজয় নিশ্চিত করেছে।