কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে মহিলা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ধর্নায় বসছে। কেন্দ্রীয় বঞ্চনা ও বিজেপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বুধবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত টানা ৩২ ঘণ্টার ধর্না কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস।
আরও পড়ুন-চার্লস ফিলিপ আর্থার জর্জের অভিষেক অনুষ্ঠানে থাকছেন সোনম কাপুর
১০০ দিনের কাজের টাকা থেকে আবাস, গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকে রাখার বিরুদ্ধে তোপ দেগে ধর্নায় বসেন তৃণমূল সভানেত্রী। অভিযোগ করেন, রাজ্য থেকে জিএসটি বাবদ কোটি কোটি টাকা তুলে নিয়ে গেলেও, রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখছে কেন্দ্রীয় সরকার।
তৃণমূলে নবজোয়ার কর্মসূচি থেকেও বাংলার বকেয়ার দাবিতে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই আবহেই এবার ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস।