অরণ্যভূমিতে গড়ে উঠবে মহিলাদের নয়া জীবন-জীবিকা

বুধবার মুখ্যমন্ত্রী তাকে এই নতুন দায়িত্ব দিয়েছেন। কলকাতা থেকে ঝাড়গ্রামে ফিরেই তিনি বলেছেন বিশাল দায়িত্ব দিয়ে আস্থা রেখেছেন দিদি।

Must read

সঞ্জিত গোস্বামী পুরুলিয়া: মুখ্যমন্ত্রীর ছোঁয়ায় বদলে গিয়েছে জঙ্গলমহল। প্রান্তভূমির অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। মহিলা স্বনির্ভর দলগুলির হাত ধরে আয়ের নতুন দিশা পেয়েছেন মানুষ। এই বিশাল কর্মযজ্ঞে এবার নতুন দায়িত্ব পেলেন জঙ্গলমহলের মন্ত্রী বীরবাহা হাঁসদা। বনদফতরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দক্ষতার পরিচয় রেখেছেন তিনি। এবার তার নতুন দায়িত্ব স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন-শিল্পপার্কে কাজ দেখলেন মন্ত্রী

বুধবার মুখ্যমন্ত্রী তাকে এই নতুন দায়িত্ব দিয়েছেন। কলকাতা থেকে ঝাড়গ্রামে ফিরেই তিনি বলেছেন বিশাল দায়িত্ব দিয়ে আস্থা রেখেছেন দিদি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কেও কৃতজ্ঞতা জানান তরুণ প্রজন্মের এই প্রতিনিধি। শুক্রবার বীরবাহা বলেন, স্বনিযুক্তির জন্য মহিলা স্বনির্ভর দল গড়ে রাজ্যে নতুন এক আয়ের দিগন্ত খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যে কয়েকলক্ষ মহিলা স্বনির্ভর দল আছে। পশুপালন, মৎস্যচাষ, কৃষিখামার তৈরি, ক্ষুদ্র উদ্যোগ সর্বত্র দাপটের সঙ্গে কাজ করছেন মহিলারা। জঙ্গলমহলে অরণ্যকে ঘিরেই জীবিকা খুঁজে নিয়েছেন তারা। গ্রামস্তরে গিয়ে কাজ করার ভার দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Latest article