নারীশক্তির উদাহরণ হয়ে একুশের সভায় যোগ দেবেন মহিলারা

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এগিয়ে চলেছেন রাজ্যের মহিলারা। নারী ক্ষমতায়নের দিশা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা ধর্মতলায় ২১-এর সভায় দেখা যাবে তারই ঝলক। জলপাইগুড়ির মহিলা তৃণমূল কংগ্রেসের (TMC 21 july) প্রস্তুতি সভা প্রমাণ করল বাংলাকে বিরোধীমুক্ত করতে এবং কেন্দ্রের কুৎসার জবাব দিতে নারীশক্তির উদাহরণ হয়ে যোগ দেবেন কয়েক হাজার মহিলারা। সোমবার সোমবার ময়নাগুড়ি ২ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের (TMC 21 july) পরিচালনায় ময়নাগুড়ি রোডে অনুষ্ঠিত হয় একটি বিশেষ প্রস্তুতি সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, তিনি বলেন, একুশে জুলাই শুধু একটি তারিখ নয়, এটি শহীদদের আত্মত্যাগের দিন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ নিয়ে লড়াই করে চলেছেন, সেই আদর্শ পৌঁছে দিতে হবে প্রতিটি ঘরে ঘরে। আজকের এই জনসমাগমই প্রমাণ করে, মানুষ আমাদের সঙ্গে আছেন। বিশেষত মহিলারা মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের সরাসরি উপভোক্তা, তাই তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আরও দৃঢ় করে তোলে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, জেলা পরিষদ সদস্য নুরজাহান বেগম, যুব তৃণমূল জেলা সভাপতি রামমোহন রায়, এবং ময়নাগুড়ি পুরসভার উপ-পুরপিতা মনোজ রায় সহ অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানটি শুরু হয় ঐতিহ্যবাহী রাজবংশী নৃত্যের মাধ্যমে, যা বাংলার সংস্কৃতি ও তৃণমূল কংগ্রেসের শিকড়ে যুক্ত সম্পর্ককে আরও একবার প্রমাণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী মহিলা কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাঁদের অনেকেই জানান, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প তাঁদের জীবন বদলে দিয়েছে।

আরও পড়ুন-তৃণমূলের প্রতিবাদের চাপে হরিয়ানার পুলিশ মুক্তি দিল কোচবিহারের যুবককে

Latest article