সংবাদদাতা, ডায়মন্ড হারবার : মানবিক মুখ্যমন্ত্রী মহিলাদের উন্নয়নে সর্বাগ্রে জোর দিয়েছেন। সবসময়ই নারীশক্তিকে তিনি এগিয়ে রেখেছেন। সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারকে দ্বিগুণ করে মহিলাদের প্রতি সম্মান দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহিলারাও তাঁকে পাল্টা ধন্যবাদ দিচ্ছেন। সাতগাছিয়া বিধানসভা এলাকার বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের ১১টি অঞ্চল নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মিসভা। সেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, সাতগাছিয়ার বিধায়ক মোহনচন্দন নস্কর, সভানেত্রী মোহিনী বিশ্বাস, ব্লক সভাপতি নবকুমার বেতাল, জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প কর্মাধ্যক্ষ সোমাসি বেতাল প্রমুখ।
আরও পড়ুন-ছন্দে ফিরছে সন্দেশখালি
জয়চণ্ডীপুরের বহু বিজেপি কর্মী এই মঞ্চ থেকে তৃণমূলে যোগদান করেন। বিধায়ক শওকত মোল্লা বলেন, ২ কোটি ১১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন রাজ্যে। তাঁরা সবাই উপকৃত। বাংলার মহিলারা ঝাঁপিয়ে পড়ছেন মুখ্যমন্ত্রীর সমর্থনে। তাতে এই মহিলারাই বিজেপিকে ভাগিয়ে দেবে। সোমাসি বেতাল বলেন, মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী দেশের আর কোনও রাজ্যে নেই। তিনি বলেন, মহিলারা যদি একজোট হয় তাহলে পৃথিবীও ওলটপালট হয়ে যায়।