সংবাদদাতা, পুরুলিয়া : পুরুলিয়ায় (Purulia) রেললাইনে তিন নারীদেহ ঘিরে চাঞ্চল্য সোমবার কাকভোরে দক্ষিণ-পূর্ব রেলের মুরি চান্ডিল শাখায় পুরুলিয়া (Purulia)-ঝাড়খণ্ড সীমান্তবর্তী সুইসা স্টেশনের অদূরে রেললাইনের উপরে শোয়ানো তিনটি মহিলার মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। দেহগুলি এমনভাবে লাইনের উপর রাখা ছিল, যাতে ট্রেন এলেই সেগুলি কাটা পড়ে। তবে দীর্ঘক্ষণ ওই রেল লাইনে কোনও ট্রেন না আসায় দেহগুলি প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার হয়। তিন মহিলার আনুমানিক বয়স ৩৮, ১২ ও ৮ বছর। দেহগুলি পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিকেল অবধি মৃতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের অভিযোগ, একেবারে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা এবং অরণ্য অঞ্চল হওয়ায় এখানে প্রায়ই অজ্ঞাত দেহ উদ্ধার হয়। বাইরে কোথাও খুন করে দেহগুলি সীমান্তে এনে ফেলে দেওয়া হয়। এলাকায় বিশেষ নজরদারি চালানোর দাবি জানান তাঁরা। রেল পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে দেহগুলি শনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করবে।