কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মহিলা ব্রিগেড

একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা আটকে, আবাস যোজনা থেকে গরিব মানুষদের নাম কেটে নানাভাবে কেন্দ্র বঞ্চনা করছে রাজ্যের প্রতি

Must read

সংবাদদাতা, লাভপুর : একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা আটকে, আবাস যোজনা থেকে গরিব মানুষদের নাম কেটে নানাভাবে কেন্দ্র বঞ্চনা করছে রাজ্যের প্রতি। তারই বিরুদ্ধে লাভপুর নতুন বাস স্ট্যান্ডে লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভায় সামিল আট হাজার মহিলা কর্মী-সমর্থক। ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি এবং কাজল শেখ প্রমুখ।

আরও পড়ুন-ছেলে চাপে পড়বে, তাই সাজঘরে শচীন

কাজল শেখ বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার আমাদের প্রাপ্য টাকা আটকে রেখেছে রাজ্য বিজেপি নেতৃত্বের কথায়। এবার থেকে বিজেপি নেতারা সভা করতে এলে আমাদের মহিলা বাহিনী তাঁদের ঝাঁটা হাতে স্বাগত জানাবে। আর তাঁদের পিছনে আমরা থাকব। অভিজিৎ সিংহ বলেন, কেন্দ্র সরকার অন্যায়ভাবে আমাদের থেকে নেওয়া টাকা ফেরত দিচ্ছে না। অমিত শাহ সে ব্যাপারে কোনও কথা বললেন না। আমাদের দলের ব্যাপারে নাক গলালেন। আমাদের রাজ্যনেতৃত্ব মনে করেছেন, অনুব্রত মণ্ডল নির্দোষ। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অমিত শাহ আজ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও তো একটা মামলায় অ্যারেস্ট হয়েছিলেন। তাহলে তিনিও তো দোষী। বিকাশ রায়চৌধুরির অভিযোগ, কেন্দ্র সরকার অনৈতিকভাবে বাংলার মানুষের প্রতি প্রতিহিংসা চালাচ্ছে। রাজনৈতিকভাবে আমরা তার জবাব দেব। আজকের সভায় আট হাজার মহিলা প্রতিবাদে সামিল হয়েছেন।

Latest article