নয়াদিল্লি : বুধবার মেয়েদের আইপিএলের (Women’s IPL Team Auction) নিলাম। ছেলেদের আইপিএল নিলামের মতোই একই নিয়মে এই নিলাম আয়োজিত হবে। নয়াদিল্লির এক পাঁচতারা হোটেলে এই নিলামের আসর বসতে চলেছে। আসন্ন মহিলা আইপিএলে পাঁচটি দল অংশ নেবে। পাঁচটি দলের সব মিলিয়ে ৪০০০ কোটি টাকার নিলাম হবে। আগামী মার্চ মাসে এই আইপিএল অনুষ্ঠিত হবে। মুম্বইয়ের বিভিন্ন ভেন্যুতে খেলাগুলি হবে। নিলামে এক একটি দল ৫০০ থেকে ৬০০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারবে। তবে দু’একটি ফ্র্যাঞ্চাইজি ৮০০ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে। এই নিলামে (Women’s IPL Team Auction) ক্রিকেটার, ও সাপোর্ট স্টাফদের বেতনের মাত্রাও বেঁধে দেওয়া হয়েছে। ছেলেদের আইপিএলের সঙ্গে যুক্ত থাকা এক কর্তা জানিয়েছেন, ‘মেয়েদের আইপিএল (ডব্লুআইপিএল) নিলাম খুব বড়ভাবে আয়োজিত হতে চলেছে। মহিলা আইপিএলে অনেক প্রতিভা দেখা যাবে। প্রতিযোগিতাও খুব ভাল মানের হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ভাল মানের বিদেশি খেলোয়াড় নেওয়ার লক্ষ্যে রয়েছে।’
আরও পড়ুন-সামনে ওড়িশা, শেষ আটেই চোখ মনোজদের