ব্যুরো রিপোর্ট: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে ময়দানে নামছেন মহিলারা। নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। আগামীর কর্মসূচি দলের মহিলাদের জানাতেই মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল ভবনে একটি বৈঠক হয়। সেখানেই কর্মসূচির সম্পর্কে জাাননো হয়। ঘোষণা মত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে কর্মসূচির প্রথম ধাপ ‘অঞ্চলে আঁচল’ (Anchale Anchal)। কলকাতার পাশাপাশি রাজ্য জুড়ে চলছে কর্মসূচি।
বুধবার মালদহের বামনগোলায় অঞ্চলে আঁচল কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জগদলা অঞ্চলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহিলাদের নিয়ে কর্মী সভার পাশাপাশি বিভিন্ন প্রকল্প তুলে ধরে প্রচার করার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। ভুয়ো ভোটার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক সরকার, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আন্না রায় প্রমুখ। পাশাপাশি কোচবিহার ও রায়গঞ্জে হয় এই কর্মসূচির প্রস্তুতি বৈঠক। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে ছিল মহিলা তৃণমূল কংগ্রেসের সভা।
আরও পড়ুন-সিপিএম আর কতদিন মিথ্যে কথা বলবে ?
এই সভায় বক্তা হিসেবে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মহিলা তৃণমূল সংগঠনের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা-সহ কোচবিহার পৌরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ, জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন-সহ জেলার মহিলা নেত্রীরা। কোচবিহার জেলা পরিষদের মহিলা সদস্যরা ও তৃণমূলের মহিলা সংগঠনের ওয়ার্ড সভানেত্রীরা এদিনের সভায় উপস্থিত ছিলেন।
কোচবিহার জেলার প্রতিটি বুথ অঞ্চল ও ব্লক স্তরে প্রতিটি বাড়িতে মহিলা কর্মীরা যাবেন এবং বাড়ি বাড়ি গিয়ে দিদি মহিলাদের পাশে এমন একটি লিফলেট সকলের হাতে তুলে ধরা হবে। তাতে গ্রাম ও শহরের সাধারণ মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী উন্নয়ন করেছেন ও রাজ্য সরকার কী কী উন্নয়ন করেছে তা তুলে ধরা হয়েছে এই লিফলেটে৷ যাতে এই সাংগঠনিক কর্মসূচিগুলি সঠিকভাবে পালন করা হয় সে-ব্যাপারে প্রস্তুতি নিতে এদিন সাংগঠনিক আলোচনা করা হয়েছে।
রায়গঞ্জের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মহিলা সভানেত্রী চৈতালী ঘোষ সাহা, দলের রাজ্য সম্পাদিকা পম্পা সরকার, শিল্পী দাস, পুষ্পা মজুমদার-সহ একঝাঁক নেতৃত্ব ও কর্মীরা।
এদিন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালী ঘোষ সাহা বলেন, মুখ্যমন্ত্রী মহিলাদের সমাজে এগিয়ে আনতে নানা প্রকল্প নিয়ে এসছেন। যার জন্য প্রত্যন্ত এলাকার বহু মহিলা উপকৃত হচ্ছেন। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে কাজের মাধ্যমে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছর মানুষের পাশে থাকে।
এবছর নতুন কর্মসূচি তিনি দিয়েছেন, যার নাম অঞ্চলে আঁচল। শুধু তাই নয় এর পর থেকে অর্থাৎ ১৬ মে থেকে প্রত্যেক বুথে বুথে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করবেন।