প্রতিবেদন : দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ, শনিবার থেকে বাংলা ভাষা ও বাঙালি-বিদ্বেষের প্রতিবাদে লাগাতার ধরনা কর্মসূচি শুরু করছে দল। আজ কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল মহিলা কংগ্রেসের ধরনা কর্মসূচি দিয়ে এর সূচনা হবে।
আরও পড়ুন-দিনের কবিতা
আজ বেলা ২টো থেকে ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। উপস্থিত থাকবেন সংগঠনের রাজ্য সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ সকলে। এই কর্মসূচি নিয়ে শুক্রবার তৃণমূল ভবনে দীর্ঘ বৈঠকও করেন মন্ত্রী। জেলাতেও এই কর্মসূচি একই রকমভাবে পালিত হবে। দলের তরফে দিনক্ষণ এবং তারিখ দিয়ে ঠিক করে দেওয়া হয়েছে কোন দিন কোন শাখা সংগঠন এই আন্দোলন এবং ধরনা কর্মসূচি চালাবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে লাগাতার বাঙালি শ্রমিক ও তাঁদের পরিবারকে চরম হেনস্থার প্রতিবাদে প্রথম আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা-সহ জেলায় ইতিমধ্যেই প্রতিবাদ মিছিল করেছেন। এবার এই ইস্যুতে লাগাতার আন্দোলন-ধরনা কর্মসূচিতে থাকবে তৃণমূল কংগ্রেস।