ঢাকা: নিরাপত্তা এবং ব্যক্তিস্বাধীনতার দাবিতে ঢাকার রাজপথে আন্দোলনে নামলেন মহিলারা। মুখে কালো কাপড় বেঁধে শুক্রবার রাজধানী ঢাকার শাহবাগে মৌন মিছিল এবং সমাবেশ করল বাংলাদেশের বিভিন্ন মহিলা সংগঠন। সরব হলেন জামাত এবং মৌলবাদের বিরুদ্ধে। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের নারীসমাজ আবার ফিরে যাচ্ছে অন্ধকারে। তাঁদের উপরে বেড়েই চলেছে হিংসাত্মক ঘটনা। নির্যাতন এবং অসম্মানের শিকার হচ্ছেন তাঁরা। মহিলাদের দ্রুত ঘরে ফিরিয়ে দিতে তাঁদের কাজের সময় কমিয়ে দেওয়া হচ্ছে। স্পষ্টতই আঙুল উঠেছে মহম্মদ ইউনুস এবং তাঁর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে।
আরও পড়ুন-দুই থ্রিলারের তৃতীয় সিজন
সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা, মহিলাদের এই বিক্ষোভ সমাবেশে এদিন সক্রিয়ভাবে অংশ নিয়েছে বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামাতকে সরাসরি কাঠগড়ায় তুলে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করে ব্যবসা করছে। মহিলাদের উপরে নির্যাতন চালাচ্ছে। তারা চায় নারীরা ঘরে বন্দি থাকুক। বাংলাদেশের অর্ধেক মানুষ যেন অন্ধকারে থাকে। বিএনপির বক্তব্য, ভেবেছিলাম জুলাই গণ অভ্যুত্থানের পরে খুন-ধর্ষণ কমবে। কিন্তু কোথায় পরিবর্তন? কাজের সময় কমিয়ে দেওয়ার প্রতিবাদে সমাবেশ থেকে আওয়াজ ওঠে, পাঁচ নয় আট, তুমি বলার কে? লক্ষণীয়, গত কয়েকমাস ধরেই একের পর এক গণবিক্ষোভের মুখে ইউনুসের সরকার। প্রথমে আনসার বিদ্রোহ, তারপরে শিক্ষক বিদ্রোহ। এবারে মহিলারা নামলেন রাজপথে।

