প্রতিবেদন : বিজেপির নারী বিদ্বেষ বারবার প্রকাশিত হয়েছে। তার প্রতিবাদে গর্জে উঠল মহিলা তৃণমূল কংগ্রেস। কলকাতায় মিছিলের নেতৃত্বে ছিলেন দলের মহিলা সভানেত্রী ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা। মহিলাদের প্রতি দিলীপ ঘোষের কুমন্তব্যের সমালোচনার ঝড় বয়ে গেছে চারিদিকে। এদিনের প্রতিবাদ মিছিল থেকে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, দিলীপ ঘোষ যে কুমন্তব্য মহিলাদের প্রতি করেছেন তার তীব্র নিন্দা করছি। আমরা এর বিচার চাইছি জনতার আদালতের তাঁদের কাছেই আমরা অভিযোগ করছি। জনতার থেকে বড় বিচার আর কেউ দিতে পারবেন না। অপরদিকে শশী পাঁজা ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে বলেন, বিজেপির খোদ মহিলা বিধায়কও দিলীপ ঘোষের এই নোংরা মন্তব্যকে সমর্থন করে। বিজেপি প্রত্যেক নেতৃত্ব তাদের দলের এই নেতার কু-কথাকে সমর্থন করে। এর থেকে বোঝা যায় তারা মহিলাদের প্রতি কী চিন্তাধারা পোষণ করে। বাংলার মানুষ এবং মহিলারা তাদের কাছে আর কোনও প্রত্যাশা রাখে না। মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে যেভাবে কয়েকজন অপদস্থ করার ষড়যন্ত্র করেছিলেন তাতে তাঁদের আসল রূপ প্রকাশিত হয়েছে। ভদ্র জামাকাপড় পড়লেই ভদ্র হওয়া যায় না। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ব্যবহার করেছেন তা অশালীন। মুখ্যমন্ত্রী যেভাবে বাংলায় নারীর ক্ষমতায়ন, নারীদের উন্নয়ন করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এবং বামেদের মহিলাদের প্রতি এভাবে অপমান করার বিষয়টিকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং সেই নিয়েই আমরা সোচ্চার হয়ে পথে নেমেছি।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর অপমান মানে দেশের অপমান, প্রতিবাদ ছাত্র পরিষদের