সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ধানঘরায় মানুষের কাছে দারুণ সুখবর। প্রতি বছর গঙ্গাভাঙনে অশেষ দুর্ভোগ পোহাতে হয়। বেশ কিছুদিন প্রতীক্ষার পর শামসেরগঞ্জের কামালপুর, ধানগড়া, ধুসরিপারা গ্রামের গঙ্গাঘাটে শুরু হল ভাঙন প্রতিরোধের কাজ। বুধবার, শামসেরগঞ্জের নিমতিতা ধুসরিপারা গঙ্গাঘাট প্রাঙ্গণে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভাঙন প্রতিরোধের কাজের উদ্বোধন করা হল। উদ্বোধন করলেন সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম (MLA Amirul Islam), পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বিবি, ব্লক তৃণমূল সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। শামসেরগঞ্জ ব্লকের নিমতিতা এবং চাচণ্ড পঞ্চায়েত এলাকার ২৪০০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট এই ভাঙন প্রতিরোধের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী।
আরও পড়ুন-মাঘীস্নানে রেকর্ড ভিড় সাগরে