জুনেই শিলিগুড়িতে শুরু হবে আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজ

শহরকে পরিচ্ছন্ন রাখতে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে পুরনিগম। তারের জঞ্জাল মুক্ত করতেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শহরকে পরিচ্ছন্ন রাখতে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে পুরনিগম। তারের জঞ্জাল মুক্ত করতেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। এই মর্মে সোমবার হল গুরুত্বপূর্ণ বৈঠক। মেয়র গৌতম দেব জানালেন, জুন মাসেই প্রথম পর্যায়ের কাজের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। মাইক্রো টানেলের মাধ্যমে মাটি না খুঁড়ে কেবলিংয়ের কাজ করা হবে।

আরও পড়ুন-অভিনব উদ্যোগ, কলেজে হল স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন

এদিন মূলত বৈঠক হয় পূর্ত দফতর, বিদ্যুৎ দফতর ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে। দীর্ঘ বৈঠকে আলোচনা হয় কাজ কীভাবে ও কোন এলাকায় প্রথমে হবে। তবে এই কাজ করবে বিদ্যুৎ দফতর। তবে এই কাজের জন্য পূর্ত দফতর ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের এনওসি লাগবে। ইতি মধ্যে জনস্বাস্থ্য কারিগরি দফতর এনওসি দিলেও পূর্ত দফতর এনওসি দেয়নি। কারণ মাটি না খুঁড়ে কাজ করার পদ্ধতি নিয়ে আলোচনা হয় এদিন। কারণ মাটির নিচে অনেক জায়গা দিয়ে জলের পাইপ সহ নানা কেবল লাইন গিয়েছে। তাই মাটি খুঁড়লে সমস্যা হতে পারে। তাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাইক্রো টানেল করে ক্যামেরার সাহায্যে নিয়ে দেখা হবে কোথায় জলের পাইপ ও কেবল লাইন আছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকারও।

Latest article