প্রতিবেদন: গত কয়েক বছরে একদিকে যেমন বিপুল টাকা বিনিয়োগ হয়েছে তেমনই অনেক কাজের সুযোগও তৈরি হয়েছে। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠক থেকে হাওড়া তথা রাজ্যের জন্য একাধিক নতুন শিল্প ও কর্মসংস্থানের রাস্তা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কাশফুল নিয়েও তাঁর অভিনব চিন্তা ভাবনার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, কাশফুল থেকে তৈরি বালিশ ও বালাপোশের চাহিদা ভালই। এখানে যদি সেই কাজ করা যায়, তাহলে কাশফুল থেকে নতুন শিল্প তৈরি হতে পারে। কাশফুলকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে নতুন কোনও শিল্প। এভাবে কাশফুলকেও শিল্পের কাজে ব্যবহার করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাশফুলকে কোনও শিল্পে কীভাবে কাজে লাগানো যায় কিনা এ নিয়ে ভাবনা চিন্তা করুন। তাঁর ভাষায়, কেমিক্যাল দিয়ে রিসার্চের ব্যাপার আছে কিনা জানি না। তবে কাজে লাগতে পারে।
আরও পড়ুন : নভেম্বরের শেষেই আসছে ‘বাংলা ডেয়ারি’
এগুলো সময়ে হয়, সময়েই ঝরে যায়। কিন্তু বালাপোশ, বালিশ হতে পারে এগুলো দিয়ে। যাঁদের সামর্থ্য আছে প্রচুর টাকা দিয়ে তাঁরা এসব কিনবেন। মুখ্যমন্ত্রীর কথায়, এই কাশফুল পরে উড়ে চলে যায়। কোনও কাজে লাগে না। এর মধ্যে কেমিক্যালি, টেকনিক্যালি কিছু দিয়ে এসব করা যায় কীনা ভেবে দেখতে হবে। কাশফুল মূলত এক ধরনের ঘাস। রাজ্যের নদীর ধার, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনও উঁচু জায়গায় কাশের ঝাড় দেখা যায়। শরৎকালে সাদা ধবধবে কাশফুল ফোটে। আবার শীতের সময় এগুলো ঝরে যায়। সেই কাশফুলকেই কাজে লাগিয়ে এবার নতুন শিল্প গড়তে চান মুখ্যমন্ত্রী।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…