সংবাদদাতা, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা-শ্রমিকদের পাকাপোক্ত বাসস্থানের কথা ভেবেছেন। তাঁর ভাবনাতেই গড়ে উঠছে চা-সুন্দরী। কাজ প্রায় শেষ। তা দেখতে শনিবার সন্ধ্যায় তোরসা চা-বাগানে নির্মীয়মাণ প্রকল্পের আবাসনগুলি ঘুরে দেখলেন জেলা তৃণমূল (Trinamool Congress) সভাপতি প্রকাশ চিক বাড়াইক ও জেডিএ’র চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। প্রকল্প এলাকা ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রকাশ ও গঙ্গাপ্রসাদ। জেলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভাপতি বলেন, ‘‘তোরসা বাগানের চা-সুন্দরী প্রকল্পের কাজ ঘুরে দেখলাম, খুব সুন্দর হয়েছে আবাসনগুলি। শীঘ্রই শ্রমিকদের দেওয়া হবে।’’ গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, ‘‘কাজ অনেকটাই হয়ে গিয়েছে। দ্রুত চা-শ্রমিকেরা বাড়ি পাবেন। সামান্য কাজ বাকি রয়েছে।’’