সংবাদদাতা, হুগলি : রেল যথারীতি গয়ংগচ্ছ নীতি নিয়ে চলছিল। রাজ্য প্রশাসন নাছোড় হতে শুরু হল কাজ। আইনি জটিলতা কাটিয়ে বৈদ্যবাটি রেল ওভারব্রিজের ওপরের কাজ শুরু করল পশ্চিমবঙ্গ স্টেট হাইওয়ে কর্পোরেশন। বেশ কয়েক মাস থমকে থাকার পর রেল ওভারব্রিজের কাজ জোরকদমে শুরু হয়। হুগলি জেলা পরিষদ সূত্রে খবর, এতদিন রেল কর্তৃপক্ষের দীর্ঘসূত্রিতার কারণে এই কাজ শুরু করা যাচ্ছিল না। বৈদ্যবাটি রেলের দুর্বল সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন-সেরা মুখ্যমন্ত্রী হিসেবে সব রেকর্ড ভেঙে দেবেন দিদি
এই নিয়ে মানুষের ক্ষোভ-বিক্ষোভ মাত্রা ছাড়াচ্ছিল। এরপর জেলা প্রশাসন উদ্যোগী হয়ে রেলের আধিকারিকদের নিয়ে জরুরিকালীন বৈঠক করে। সেখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও ইঞ্জিনিয়াররাও ছিলেন। উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকের পর রেলওয়ে কর্তৃপক্ষ চলতি এপ্রিল মাস থেকে পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়ার পরে আগামী দুই মাস নির্দিষ্ট দিনগুলিতে রাত ১২টা থেকে ৪টে পর্যন্ত পাওয়ার ব্লক করবে এই চুক্তিতে কাজ শুরু করল পশ্চিমবঙ্গ স্টেট হাইওয়ের কর্পোরেশন। এদিন এই কাজ পরিদর্শন করেন হুগলি জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ দফতরের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। তিনি বলেন, ৩৩টি কর্মদিবসের মধ্যেই রেল ওভারব্রিজের কাজ শেষের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।