বর্ষার জমা জলের দুর্ভোগ বন্ধে শুরু কাজ

এবছর বর্ষায় যাতে হাওড়া শহর আর জলমগ্ন হয়ে না পড়ে তার জন্য এখন থেকেই কাজে নামছে হাওড়া কর্পোরেশন।

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : এবছর বর্ষায় যাতে হাওড়া শহর আর জলমগ্ন হয়ে না পড়ে তার জন্য এখন থেকেই কাজে নামছে হাওড়া কর্পোরেশন। এই ব্যাপারে প্রশাসকমন্ডলীর সদস্য, পুরনিগমের ইঞ্জিনিয়র ও পুর কমিশনারের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কর্পোরেশনের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। বৈঠকে ঠিক হয় হাওড়া পুর এলাকার যে ১৪টি ওয়ার্ডে জল জমার সমস্যা বেশি সেগুলিতে আগে কাজ শুরু হবে।

আরও পড়ুন-ঘুড়িতে করোনা-প্রচার গোপীবল্লভপুর পুলিশের

এই ওয়ার্ডগুলি নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে ফেব্রুয়ারি থেকে জোরকদমে কাজ চলবে। প্রতিদিন নিকাশী নালা সাফাই করা হবে। ছোট বড় সমস্ত নর্দমাগুলি রোজ পরিস্কার করা হবে। এই কাজের জন্য প্রথম পর্যায়ে ৪ কোটি টাকা বরাদ্দ করেছে হাওড়া পুরনিগম। এছাড়াও হাওড়া পুরনিগমের সংযোজিত বা অ্যাডেড এলাকা হিসেবে পরিচিত ৪৫ থেকে ৫০ নম্বর ওয়ার্ডগুলিতেও বিশেষ নজর দেওয়া হবে। এখানেও প্রতিদিন নিকাশী নালাগুলি সাফাই করা হবে। বেশি সমস্যাযুক্ত ১৪টি ওয়ার্ডে কাজ করবে একটি বেসরকারি সংস্থা। বাকি ৩৬ ওয়ার্ডের জন্য কাজ করবে অন্য আর একটি বেসরকারি এজেন্সি।

আরও পড়ুন-উধাও বিজেপি, পাশে যুবশক্তি

এরই সঙ্গে শহরের নিকাশি সমস্যার স্থায়ী সমাধানে একটি সংস্থাকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী নাজিরগঞ্জ পাম্প হাউসের কাজও দ্রুত শেষ করা হচ্ছে। পাশাপাশি তাদের পরামর্শেই জল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে তিন ধাপে কাজ করছে কর্পোরেশন। এবছর বর্ষার আগেই সব কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ডাঃ সুজয় চক্রবর্তী জানান ‘বর্ষার সময় ওই সমস্ত ওয়ার্ডগুলির প্রতিটি নালা-নর্দমা যাতে পরিস্কার থাকে তার এই শীতের মরসুম থেকেই জোরকদমে কাজ শুরু হচ্ছে। আশা করছি বর্ষায় মানুষের জল যন্ত্রণা এবার অনেকটাই কমানো সম্ভব হবে।’ বৈঠকে অন্যান্যদের মধ্যে পুরনিগমের প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি, সদস্য বাপি মান্না, রিয়াজ আহমেদ, মনোজিৎ রাফেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Latest article