শপথ নিয়েই কাজ শুরু

Must read

প্রতিবেদন : বিধাননগরবাসীর জন্য কাজ করবে টিম মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এটাই এখন থিম সং নতুন বোর্ডের। শুক্রবার ৪১ জন৷ কাউন্সিলর সহ মেয়র হিসেবে শপথ নিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty) ও চেয়ারম্যান সব্যসাচী দত্ত। পুর কমিশনার দেবাশিস ঘোষ সকলকে শপথবাক্য পাঠ করান। ৪১ জন কাউন্সিলর যখন একে একে শপথ নিচ্ছেন তখন এফডি-র বিশাল পার্কে তিলধারণের জায়গা নেই। নাগাড়ে বাজছে ধামসা-মাদল- ঢাক-ব্যান্ড। এতটাই যে মঞ্চ থেকে কৃষ্ণা চক্রবর্তীকে তা থামানোর অনুরোধ করতে হচ্ছে। এরপর বিধাননগর পুরভবনের পাঁচতলায় হল নতুন বোর্ডের প্রথম বোর্ড মিটিং। সেখানে আগামী দিনে কর্পোরেশনের আয় বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সদ্য দ্বিতীয়বারের জন্য মেয়র হওয়া কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty) বললেন, বিধাননগরের মানুষের জন্য আরও ভাল ও উন্নত মানের নাগরিক পরিষেবা দেওয়াই হবে নতুন বোর্ডের প্রাথমিক কাজ। ৪১ জন কাউন্সিলর মিলেই বিধাননগরবাসীর জন্য একসঙ্গে কাজ করব। আমি একা কেউ নয়। আমরা টিম হিসেবে কাজ করব। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত সদস্যদের ওপর ভরসা রাখতে বলেন। বিধাননগরের বিধায়ক সুজিত বসু বলেন, তিনটে বিধানসভা মিলিয়ে এই কর্পোরেশন। এখানকার বিধায়ক হিসেবে ও রাজ্যের মন্ত্রী হিসেবে কৃষ্ণা চক্রবর্তীর নেতৃত্বে নতুন বোর্ডকে সবরকম সহযোগিতা করবেন। শপথ মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার প্রমুখ।

Latest article