যুদ্ধকালীন তৎপরতায় হবে কাজ, বাঁধ পরিদর্শনে মন্ত্রী

ফের নদী ভাঙন।

Must read

সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা : ফের নদী ভাঙন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গেলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। গঙ্গাসাগরের মহিষামারি বাগু মোড় সংলগ্ন এলাকায় জলনিকাশ গেটের পাশে নদী বাঁধে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। বাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে যাওয়ায় নোনা জল এলাকায় ঢুকতে শুরু করেছে। এদিন মন্ত্রীর সঙ্গে এলাকা পরিদর্শনে যান সাগরের বিডিও কানাইয়া কুমার রাও এবং সেচ দফতরের আধিকারিকেরা।

আরও পড়ুন-”বিজেপিশাসিত ত্রিপুরা আজ জঙ্গলরাজে পরিণত হয়েছে”, আগরতলায় তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা

এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। দ্রুত নদী বাঁধ মেরামতির আশ্বাস দেন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, রাজ্য সরকারের উদ্যোগে সুন্দরবন এলাকায় একাধিকবাদের কাজ হচ্ছে। কেন্দ্র সরকার এই বাঁধ নিয়ে কোন মাথাব্যথা নেই। শুধু গরিব মানুষদের নিয়ে রাজনীতি করছে। ধর্ম নিয়ে রাজনীতি করছে, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। এখনও পর্যন্ত কোন গরিব মানুষদের প্রতি কেন্দ্র সরকারের কোন দায়বদ্ধতা নেই। রাজ্য সরকার যেভাবে কাজ করছে গরিব মানুষের পাশে আছে আগামী দিনের সমস্ত বাঁধ মেরামতী কাজ জোরকদমে হবে।

Latest article