প্রতিবেদন : কিফ (কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব) হল জনগণের উৎসব। বৃহস্পতিবার উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে উপস্থিত বিদেশি পরিচালক-অতিথিদের আহ্বান জানালেন, বাংলায় এসে ছবি তৈরির জন্য। এতে উপকৃত হবে টলিউডও। মুখ্যমন্ত্রীর কথায়, আপনাদের ভিশন-মিশন নিয়ে আসুন। এখানে এসে একসঙ্গে কাজ করলে টলিউড বিশ্বসেরা হতে পারে। বাংলায় পাহাড়-সাগর-জঙ্গল— সব রয়েছে।
আরও পড়ুন-বাংলায় আটকে যাবে বিজেপির অশ্বমেধের ঘোড়া : ঋতব্রত
তাঁর সংযোজন, এখানে এসে ছবি তৈরি করলে আমাদের সবরকম সহযোগিতা পাবেন। উল্লেখ্য, ২০১১ সালের পর থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে আক্ষরিক অর্থেই জনসাধারণের উৎসবে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম আমলে এই চলচ্চিত্রের উদযাপন ছিল গুটিকয়েক তথাকথিত ‘বুদ্ধজীবী’দের কুক্ষিগত। তা কখনওই জনগণের উৎসব হয়ে উঠতে পারেনি। নন্দন-চত্বর ছাড়া এখনকার মতো শহর জুড়ে এতগুলি প্রেক্ষাগৃহে সিনেমা দেখানোর ভাবনাও কারও মাথাতেই আসেনি! কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একে জনতার মাঝে নিয়ে গিয়ে ফেলেছেন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, মহেশ ভাট, রানি মুখোপাধ্যায়, ক্যাটরিনা-সহ প্রতি বছর বলিউডের প্রথম সারির নায়ক-অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এসে তাক লাগিয়ে দেওয়া! আমজনতার আছড়ে পড়া ভিড়— সব মিলিয়ে ৭টা দিন ধরে ছবির উৎসবে মেতে থাকেন কলকাতার-বাংলার সিনে-প্রেমীরা। দেশ-বিদেশ থেকে পরিচালক-অভিনেতারা আসেন। মত বিনিময় হয়। সঙ্গে বাংলা ছবির উদযাপন। তাই কিফ আজ পৌঁছে গিয়েছে অন্যমাত্রায়।
সমাপ্তিদিনে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন উৎসব কমিটি-সহ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সকলকে। এদিনও নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর টিম। সকলকে আবারও এই উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

