সংবাদদাতা, হাওড়া : শ্রম দফতরের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তাদের সুবিধার জন্য এবার হাওড়া কর্পোরেশনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্র’ ও ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ও যুবশ্রী সহায়তা কেন্দ্র’ চালু হল। সোমবার শরৎসদনে নবনির্মিত ওই দুটি কেন্দ্রের উদ্বোধন করলেন সমবায়মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নন্দিতা চৌধুরি, হাওড়া পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি, অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, হাওড়ার পুর কমিশনার ধবল জৈন সহ আরও অনেকে।
আরও পড়ুন-হাওড়ার নাম বিক্রি করছে রেল
সোমবার থেকে চালু হওয়া এই শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্র থেকে নির্মাণ শ্রমিক, পরিবহণ শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের আওতায় সমস্ত পরিষেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে নতুন নিবন্ধীকরণ, পাসবই নবীকরণ, বিভিন্ন সুযোগ- সুবিধার আবেদনপত্র গ্রহণ ও সুবিধা প্রদান, পরিবহণ ও নির্মাণ শ্রমিকদের মাসিক পেনশন প্রদান প্রভৃতি। এর পাশাপাশি ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ও যুবশ্রী সহায়তা কেন্দ্র’ থেকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করা, যুবশ্রী প্রাপকদের জন্য প্রয়োজনীয় সহায়তা, গৃহ পরিচারিকাদের প্রশিক্ষণ, বিভিন্ন অনুদানভিত্তিক ঋণ প্রকল্প, কীভাবে ব্যবসা শুরু করা যায় তার ট্রেনিং, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে জুটমিলের কাজের ট্রেনিংয়ের জন্যেও নাম নথিভুক্ত করা হবে।
আরও পড়ুন-রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে, পিয়ালির জন্য অপেক্ষায় হুগলি
এই প্রকল্পের সুবিধা পেতে গেলে এখন থেকে আলাদাভাবে শ্রম দফতরের অফিসে আর যেতে হবে না। এই কেন্দ্র দুটির উদ্বোধন করে সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১১ বছরে রাজ্যে প্রভূত উন্নতি হয়েছে।” শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘হাওড়া কর্পোরেশনের কার্যালয়ে এই কেন্দ্র চালু হওয়ায় মানুষের অনেক সুবিধা হবে।’’ এই জন্য হাওড়া কর্পোরেশনের প্রশংসা করে বেচারাম বলেন, ‘‘যারা দুয়ারে সরকার শিবিরের নিন্দা করেছিলেন আজকে সেই নিন্দুকদের বাড়ির মহিলারাই আগে গিয়ে লাইন দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নাম লেখাচ্ছেন। কিছুদিনের মধ্যেই হাওড়ায় শিল্পের হারানো গৌরব ফিরে আসবে।’’