কেন্দ্রের জন্য শ্রমিকেরা ন্যায্য মজুরি পাচ্ছেন না

বিধায়ক আমিরুল ইসলামের ডাকে সামসেরগঞ্জের কাকুরিয়া ফুটবল ময়দানে শ্রমিক সমাবেশ করে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, রবিবার বিকেলে।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : ‘কেন্দ্রীয় সরকারের কারণেই চা ও বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করা যাচ্ছে না।’ জঙ্গিপুর (Jangipur) সাংগঠনিক জেলার শামসেরগঞ্জের কাঁকুড়িয়া ফুটবলমাঠে এসে অভিযোগ করলেন আইএনটিটিইউসি-র (INTTUC) রাজ্য সভাপতি তথা রাজ্যসভার (Rajyasabha) সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।

আরও পড়ুন-৪৮ ঘণ্টায় খুনের কিনারা, রমেশ হত্যাকাণ্ডে ধৃত চার

বিধায়ক আমিরুল ইসলামের ডাকে সামসেরগঞ্জের কাকুরিয়া ফুটবল ময়দানে শ্রমিক সমাবেশ করে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, রবিবার বিকেলে। সেখানে ঋতব্রত ছাড়াও ছিলেন জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, বিধায়ক মনিরুল ইসলাম, ধূলিয়ান চেয়ারম্যান ইনজামামুল ইসলাম প্রমুখ। সমাবেশে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন চাচন্ড পঞ্চায়েতের দুই সদস্য।

Latest article