স্পন্জ আয়রন শিল্পে শ্রমিকদের বাড়ল বোনাস

Must read

প্রতিবেদন : পুজোর আগেই হাসি ফুটল স্পন্জ আয়রন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের। একধাক্কায় ০.৫ শতাংশ বোনাস বাড়ল তাদের। মঙ্গলবার আসানসোলের শ্রমিক ভবনে স্পঞ্জ আয়রন শিল্পের শ্রমিকদের বোনাস নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বোনাস সংক্রান্ত চুক্তি সাক্ষরিত হল।

দলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রমমন্ত্রী বেচারাম মান্না, শ্রম কমিশনার জাভেদ আখতার ছাড়াও মালিক পক্ষের সংগঠনের সভাপতি শংকর আগারওয়ালের উপস্থিতিতে আসানসোলের শ্রমিক ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন :দুয়ারে সরকারে ৫০ দিনে সমাধান ২০লক্ষের বেশি জমি সমস্যা

ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবী ছিল। এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের মুখে হাসি ফোটাতে পেরে আামরা খুশি। আামাদের দলনেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান সবার হাতে কাজ সবার পেটে ভাত। বোনাস নিয়ে আন্দোলনের জেরে কারখানা লকআউট হয়ে যাচ্ছে এই ছবি এখন অতিত৷

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতিরা এই চুক্তির ফলে গতবারের তুলনায় তাদের বোনাস ০.৫% বৃদ্ধি হওয়ায় শ্রমিক মহলে খুশির হাওয়া।

Latest article