প্রতিবেদন : জুনিয়র ডাক্তারদের সমাবেশে লোক হচ্ছে না। লোক পাঠাতে হবে। উদ্বিগ্ন সিপিএম প্রকাশ্যেই কর্মীদের যোগ দেওয়ার নির্দেশ দিল জুনিয়র ডাক্তারদের আন্দোলনে। খসে পড়ল সিপিএমের মুখোশ! প্রমাণ হয়ে গেল জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন সিপিএমের স্পনসর করা।
ডাক্তারদের সমাবেশে সিপিএমের জমায়েতের অডিওবার্তা প্রকাশ্যে আসার পরই তৃণমূলের খোঁচা, মুখোশ খুলে গেল সিপিএমের। তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে সেই অডিও বার্তা ফাঁস করে লেখেন, মুখোশ খুলে প্রকাশ্যে ডাক্তারদের সমাবেশে সিপিএমের জমায়েতের অডিও বার্তা। সত্যতা যাচাই সম্ভব হয়নি। সূত্রে পাওয়া। তবে উত্তর কলকাতার এক কমরেড বিস্তারিত বলতে পারবেন। বানতলার ডাঃ অনিতা দেওয়ান, কোচবিহারের বর্ণালী দত্তর ধর্ষণ-খুনের ধারক-বাহকদের আরও একটা নাটক। হাইজ্যাক তত্ত্ব নিয়ে বিস্তর গুঞ্জন ফিসফাসের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেপথ্যে সিপিএমের ইন্ধন পুরোপুরি প্রকাশ্যে চলে এল।
ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনে দলীয় কর্মীদের যোগ দেওয়ার ‘নির্দেশ’ দিল সিপিএম। নির্দেশে বলা হয়েছে, দুর্গোৎসবে স্টল দেওয়া হয়েছে। সেখানেও থাকতে হবে, আবার ডাক্তারদের আন্দোলনেও যোগ দিতে হবে। আসলে ডাক্তারদের আন্দোলনে লোক হচ্ছে না। তাই লোক পাঠানোর নির্দেশ। আন্দোলনে লোক না হওয়ায় মণ্ডপে গিয়ে হুজ্জুতি বাধাতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। সেখানেও সমর্থন জোটেনি। উল্টে ফাঁস হয়ে গিয়েছে, ডাক্তারদের আন্দোলনে ছিলেন ছদ্মবেশী রাজনৈতিক নেতা-কর্মীরা। এবার তাই আর রাখ-ঢাক না করে সরাসরি কর্মীদের আন্দোলনে যোগ দেওয়ার নির্দেশ দিল সিপিএম। একই সঙ্গে চিকিৎসকদের আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে বামফ্রন্ট সমর্থন জানিয়ে দিল। কুণাল ঘোষের কথায়, ধর্মতলার মঞ্চে সমাবেশে খোলাখুলিভাবে যাচ্ছে সিপিএম। কলকাতা, শহরতলির লোকাল কমিটিতে ফোন যাচ্ছে। ফেসবুকে, গ্রুপে পোস্ট। পুজোর মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা। সিপিএম, এসইউসি, উগ্র বাম মিলিত হয়েছে। কমরেড, ডাঃ অনিতা দেওয়ান, নার্স বর্ণালী দত্তের জন্য যেন নীরবতা পালন হয় ডাক্তারদের মঞ্চে। রাজনীতি করতে আপনারা মহাষ্টমীকেও বাদ দিলেন না। তদন্তে সিবিআই, মামলা কোর্টে। তারপরেও অনশন করিয়ে অরাজকতার চক্রান্ত।
আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-হত্যাকাণ্ডের দু’মাস অতিক্রান্ত হয়ে গেলেও তদন্ত ও বিচার প্রক্রিয়া তেমন এগোয়নি। এদিকে ধর্মতলার মঞ্চে অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিসিইউতে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন-বাংলাকে বকেয়া-বঞ্চনা কেন্দ্রের, উৎসবে বরাদ্দ সর্বনিম্ন