ব্যুরো রিপোর্ট : ২১-এর সমাবেশ সফল করতে রাজ্যের প্রত্যেক জেলা থেকেই আসছেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার উত্তরের জেলা থেকে রওনা দিয়েছেন কর্মীরা। যোগদানকারীদের সাহায্য করতে প্রত্যেক জেলার স্টেশন চত্বরে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। জেলার নেতা এবং কর্মীরা সকলেই একই ট্রেনে রওনা দিয়েছেন। মালদহ থেকে দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের স্টেশনে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিল করে এসে তাঁরা ট্রেনে ওঠেন। তাঁদের হাতে কোথাও তুলে দেওয়া হয় জলের বোতল, কোথাও আবার খাবার।
আরও পড়ুন-একুশের প্রস্তুতি তৃণমূল আইটি সেলের বৈঠক
বৃহস্পতিবার দুপুরে তিস্তা তোর্সা এক্সপ্রেসে দলে দলে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা রওনা দিলেন। সারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এদিন সকাল সকাল দলীয় কর্মীরা আলিপুরদুয়ার জেলা কার্যালয়ের সামনে জমায়েত হন। তারপর সেখান থেকে প্রথম দল নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছন। প্রত্যেকে টিকিট কেটে অসংরক্ষিত কামরায় বসে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কর্মী-সমর্থকদের ট্রেনে উঠিয়ে দিতে স্টেশনে ছিলেন জেলা তৃণমূলের বেশ কয়েকজন নেতা। নেতারা স্টেশনে কর্মীদের বুকে ব্যাজ পরিয়ে দেন। দিনহাটার বামনহাট স্টেশনে যেখান থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস রওনা হন সেই প্লাটফর্মে শুকনো খাবার ও পানীয় জলের বোতল দলের পক্ষ থেকে কলকাতা রওনা হওয়া কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এছাড়াও নিউ কোচবিহার স্টেশনে যেখানে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ রয়েছে সেই স্টেশন চত্বরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খাওয়ার পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পদাতিক এক্সপ্রেস ও সরাইঘাট এক্সপ্রেসেও কলকাতার পথে তৃণমূল কংগ্রেস কর্মীরা রওনা হয়েছেন বৃহস্পতিবার। এদিন তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখা যায় সকলের হাতে ছিল দলের পতাকা। স্টেশনের প্লাটফর্মে মিছিল ও দলের স্লোগান দিতে দিতে তৃণমূল কংগ্রেস কর্মীরা রওনা হন কলকাতার পথে। তৃণমূলের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এবছরও কর্মীদের নিয়ে দলে দলে তাঁরা কলকাতার পথে রওনা হয়েছেন। পাশাপাশি বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর রেল স্টেশন থেকে শ’য়ে শ’য়ে তৃণমূল কর্মীরা ট্রেনে চেপে রওনা হলেন কলকাতা অভিমুখে। বুধবার সন্ধ্যার পর বৃহস্পতিবার ভোরে চেপে প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক রওনা হন কলকাতা অভিমুখে। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে বুধবার ২৬৫ জন তৃণমূল কর্মী-সমর্থক দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কলকাতা অভিমুখে রওনা হয়েছিলেন যাঁরা ইতিমধ্যেই কলকাতার শিবিরে পৌঁছে গেছেন। এবং বৃহস্পতিবার ভোরে তেভাগা এক্সপ্রেস ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন দক্ষিণ দিনাজপুর ৪৪৩ জন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক। বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মণ্ডল জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরের ট্রেনে চেপে বালুরঘাট থেকে ৩৮০ জন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা হন।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…