বরাবরই পথে হেঁটে জনসংযোগ পছন্দ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরামর্শ দেন অন্যদেরও। এবার উত্তরবঙ্গ সফর সেরে ফেরার পথে তার ব্যতিক্রম হল না। বুধবার, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সেরে কলকাতা ফেরার পথে বাগডোগরা চা বাগানে গাড়ি থামিয়ে নেমে কথা বলেন চা শ্রমিকদের সঙ্গে। তাঁদের হাতে তুলে দেন উপহার।
তিনদিনের উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরের পাশে বাগডোগরা চা বাগানে শ্রমিকদের কাজ করতে কনভয় দাঁড় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন। মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের জিজ্ঞাসা করেন, “কতক্ষণ কাজ করেন?“ উত্তরে চা শ্রমিকরা বলেন, “আপনি আছেন আমাদের এখন আর ১০-১২ ঘণ্টা কাজ করতে হয় না। আমরা ৮ ঘণ্টা কাজ করে বিকেল সাড়ে চারটার মধ্যে ঘরে চলে যাই।“
আরও পড়ুন- ভেজাল ওষুধের তালিকা টাঙাতে হবে দোকানে: নির্দেশ মুখ্যমন্ত্রীর
এদিন তাঁর সঙ্গে থাকা উপহার চা শ্রমিকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। জানতে চান, বাগানে কতজন কাজ করেন। চা শ্রমিকরা জানান, আড়াইশো জন। এরপর সফরসঙ্গী মন্ত্রী অরূপ বিশ্বাসকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, চা শ্রমিকদের জন্য আড়াইশো শাড়ি উপহার দেওয়ার জন্য। সঙ্গে শিশুদের চকলেট এবং খেলনা পুতুল উপহার দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানকে কাছে পেয়ে আপ্লুত চা-শ্রমিকেরা।