সংবাদদাতা, হাওড়া : দাসনগরের আরতি কটন মিল বিক্রি করার কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্ত যেকোনও মূল্যে রোখা হবেই। বৃহস্পতিবার আরতি কটন মিলের গেটে আইএনটিটিইউসির উদ্যোগে এক প্রতিবাদ সভায় এই শপথই নিলেন শ্রমিকরা। সেইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের এই চক্রান্তের বিষয়টি পুরোটা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দ্বারস্থ হচ্ছেন শ্রমিকরা।
আরও পড়ুন-আইনি পদক্ষেপ করতে পারে পুরসভা, মেট্রোর গাফিলতিতে বুজে যাচ্ছে কালিকাপুর খাল
মিলের গেটে এদিনের প্রতিবাদ সভায় আইএনটিটিইউসির হাওড়া সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তদানীন্তন বস্ত্রমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে কথা বলে মিলটির আধুনিকীকরণের জন্য ৮০ কোটি টাকা বরাদ্দ করিয়েছিলেন। সেই টাকায় জার্মানি থেকে ৩৪টি আধুনিক মেশিন আনা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ও আনন্দ শর্মা আরতি কটন মিলে এসে আধুনিকীকরণের কাজের সূচনা করেছিলেন। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার কীভাবে এই মিলটি বেচে দেওয়ার চক্রান্ত করছেন তা বিস্তারিত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছি। পাশাপাশি মিল লাগোয়া জায়গায় অনুসারী শিল্প গড়ে কারখানা পুনরুজ্জীবনের দাবি জানানো হচ্ছে। সেইসঙ্গে কারখানার ঠিকা শ্রমিকদের মাসের মধ্যে ২৬ দিন কাজ দেওয়ার দাবিও জানানো হয়েছে।
আরও পড়ুন-সুনীলকে ছাড়াই খেলা শিখতে হবে : স্টিমাচ
প্রাণকৃষ্ণ মজুমদার বলেন, ‘আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিল বিক্রি করে দেওয়ার কেন্দ্রের চক্রান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে। যতদিন না মিল বাঁচানোর জন্য কেন্দ্র ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে ততদিন এই আন্দোলন চলবে।’ এদিনের সভায় মিলের তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা ও শিবপুর কেন্দ্রের আইএনটিটিইউসি নেতৃত্ব উপস্থিত ছিলেন। শ্রমিক সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যে কোনও মূল্যে মিল বিক্রি রোখা হবে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…