দু’দিন আগেই বুথে পৌঁছে গেলেন গোসাবার ভোটকর্মীরা

বৃহস্পতিবার বুথে বুথে পৌঁছে গেলেন ভোটকর্মীরা৷ জেলা নির্বাচন কমিশনের তরফে এই দুই এলাকায় কর্মীদের আগে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছিল৷

Must read

প্রতিবেদন : আগামিকাল, শনিবার সপ্তম দফায় দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৪টি কেন্দ্রেই ভোটগ্রহণ৷ সাধারণ নির্বাচনের আগের দিন ভোটকর্মীরা পৌঁছে যান ভোটগ্রহণ কেন্দ্রে৷ কিন্তু জয়নগর লোকসভা কেন্দ্রের গোসাবা এবং মথুরাপুর কেন্দ্রের পাথরপ্রতিমা বিধানসভা ক্ষেত্র নদী পরিবেষ্টিত হওয়ায় দু’দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার বুথে বুথে পৌঁছে গেলেন ভোটকর্মীরা৷ জেলা নির্বাচন কমিশনের তরফে এই দুই এলাকায় কর্মীদের আগে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছিল৷

আরও পড়ুন-ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি ভেবেচিন্তে ভোট দিন, আবেদন গণমঞ্চের

জোয়ার–ভাটা, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে এই প্রস্তুতি জেলা প্রশাসনের৷ সেই মতো গোসবা ও পাথরপ্রতিমায় ডিসিআরসি–তে সকাল সকাল পৌঁছে যান ভোটকর্মীরা৷ ভিভিপ্যাট, ইভিএম ও অন্যান্য ভোটের সামগ্রী নিয়ে নদীপথে লঞ্চে চেপে তাঁরা রওনা দেন নিজ নিজ বিভিন্ন বুথে৷ গোসবায় ২৬০টি ও পাথরপ্রতিমায় ২৮৮টি ভোটকেন্দ্র রয়েছে৷ জেলার বাকি বণ্টন কেন্দ্রগুলিতে আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকে ভোটকর্মীরা হাজির হবেন৷

Latest article